Wellcome to National Portal
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ August ২০২৪

বঙ্গবন্ধু বিজ্ঞান এবং প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট

বঙ্গবন্ধু ফেলোশিপ অন সাইন্স এন্ড আইসিটি শীর্ষক প্রকল্প

বিজ্ঞান সংক্রান্ত গবেষণা উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক বঙ্গবন্ধু ফেলোশিপ অন সায়েন্স এন্ড আইসিটি শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করা হয়। উন্নত  বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়, গবেষণাগার ও ইনষ্টিটিউটসমূহে পরিচালিত গবেষণা ও উচ্চশিক্ষা, বিশেষ করে এমএস এবং পিএইচডি প্রোগ্রামসমূহে ডিগ্রী অর্জনের মাধ্যমে জাতীয় পর্যায়ে দক্ষ ও বিশেষ যোগ্যতাসম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ ও গবেষক সৃষ্টিই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। জুলাই ২০১০ থেকে ডিসেম্বর ২০১৭ মেয়াদে বাস্তবায়িত এ প্রকল্পের মোট ব্যয় ৮৫ কোটি ৯৫ লক্ষ ৫০ হাজার টাকা। উল্লেখ্য, প্রকল্পের মেয়াদ শেষে এ কার্যক্রম সদ্য প্রতিষ্ঠিত ‘বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ ট্রাষ্ট’ এর মাধ্যমে পরিচালিত হচ্ছে। কোর্স সম্পন্নকারী গবেষকগণ দেশে নতুন নতুন প্রযুক্তি ও পদ্ধতি উদ্ভাবনে গবেষণা ও উচ্চ শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখতে সক্ষম হচ্ছেন।

২০২৩-২০২৪ অর্থবছরে ট্রাস্টের অনুকূলে বরাদ্দ আছে ৪৪.৬৬ কোটি টাকা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি ও জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানসমূহের নির্বাহীগণের সমন্বয়ে গঠিত বিশেষঙ্গ কমিটি কর্তৃক ফেলো নির্বাচন করা হয়। ২০১৭-১৮ অর্থবছর হতে কার্যক্রম শুরু করে অধ্যাবধি নিম্নবর্ণিত কোর্সে মোট ৫৭১ জন ফেলো নির্বাচন করা হয়েছে।  

ফেলোশিপ প্রদান সংক্রান্ত তথ্য :

কোর্সের নাম নির্বাচিত ফেলো ফেলোশিপ গ্রহণকারীর সংখ্যা কোর্স সম্পন্নকারীর সংখ্যা অবশিষ্ট/চলমান
এম এস (বিদেশে) ১০৩ ১০২ ৭০ ৩২
পিএইচডি (দেশে) ২১৩ ২০৮ ১০৯ ৯৯
পিএইচডি (বিদেশে) ২৩৮ ২১৪ ১০০ ১১৪
পোষ্ট ডক্টরাল (দেশে) ১৭ ১৫ ১৫ -
মোট ৫৭১ জন ৫৩৯ জন ২৯৪ জন ২৪৫ জন 

ট্রাস্টের আওতায় নির্বাচিত ফেলোদের ট্রাস্টের ফেলোশিপ প্রদান সংক্রান্ত নীতিমালার আলোকে নিম্নরূপ আর্থিক সহায়তা প্রদান করা হয়:

 

  • ক. লিভিং এলাউন্স (মাসিক): বিদেশে (অস্ট্রেলিয়া,  জাপান ও ইউরোপের দেশসমূহে) অধ্যয়নের ক্ষেত্রে ১,২০,০০০ টাকা ও অন্যান্য দেশে মাসিক ৬৫,০০০ টাকা এবং দেশে অধ্যয়নের ক্ষেত্রে পিএইচডি ৪০,০০০ টাকা এবং পোষ্ট ডক্টরেটের ক্ষেত্রে ৪৫,০০০ টাকা।
  • খ. বিশ্ববিদ্যালয় টিউশন ফি বিশ্ববিদ্যালয় / ইনস্টিটিউট নির্ধারিত রেটে প্রদান করা হয়।
  • গ. বই-পুস্তক  ক্রয়  বাবদ  বিদেশে  এককালীন  ৬০,০০০  টাকা এবং  দেশে ৩০,০০০  টাকা।
  • ঘ. থিসিস ফি বিদেশে এককালীন ৫০,০০০ টাকা এবং দেশে ২৫,০০০ টাকা।
  • ঙ. বিদেশে  অধ্যয়নরত ফেলোদের  প্রকৃত বিমান  ভাড়া, স্বাস্থ্য  বীমা ও  ভিসা ফি প্রদান  করা হয়।
  • চ. সেমিনার  আয়োজন  ও  থিথিস পেপার  উপস্থাপনের  জন্য  এককালীন  বিদেশে ৭৫,০০০ টাকা ও  দেশে ৩০,০০০ টাকা।
  • জ. দেশে গবেষণারত ফেলোদের সুপারভাইজারগণের সম্মানী বাবদ বাৎসরিক ২৫,০০০ টাক। 
  • ঝ. দেশে গবেষণারত ফেলোদের রাসায়নিক দ্রব্যাদি/কিট, খুচরা যন্ত্রাংশ ক্রয় ও মাঠ পর্যায়ে নমুনা/ডাটা সংগ্রহ ইত্যাদি বাবদ এককালীন ২৫,০০০ টাকা।