Wellcome to National Portal
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd August ২০১৭

সচরাচর জিজ্ঞাসা

 

জাতীয় তথ্য বাতায়ন কী?

জাতীয় তথ্য বাতায়ন বিশ্বের অন্যতম বৃহত্তম তথ্য বাতায়ন যা বাংলাদেশের সকল সরকারি অফিসের তথ্য দ্বারা সমৃদ্ধ । সরকারি উদ্যোগে ২৫,০০০ সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইট একসূত্রে সংযুক্ত করার নজির বিশ্বের বুকে সর্বপ্রথম বাংলাদেশেই স্থাপিত হয়েছে। সরকারের প্রতিটি দপ্তরের মাঠ পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারিদের নিরলস পরিশ্রমের ফসল এ তথ্য বাতায়ন। সব ধরনের তথ্য ও সেবা ছাড়াও এ বাতায়নে রয়েছে বাংলাদেশের পর্যটন কেন্দ্র, প্রাকৃতিক সৌন্দর্য, পুরাকীর্তি ও ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি। সকল সরকারি ওয়েবসাইটকে একত্রে সংযুক্ত করে প্রতিটি নাগরিকের তথ্য ও সেবা প্রাপ্তি নিশ্চিত করতেই এই জাতীয় বাতায়ন করা হয়েছে। স্বচ্ছ, জবাবদিহিমূলক, উদ্ভাবনী ও জনমুখী প্রশাসন প্রতিষ্ঠা এবং সরকার ও নাগরিকের মধ্যকার দূরত্ব কমানোর লক্ষেই এ বাতায়নের যাত্রা। মন্ত্রিপরিষদ বিভাগ ও এটুআই প্রোগ্রামের নেতৃত্ব ও তত্তাবধানে কুমিল্লা জেলায় ছোট পরিসরে পরীক্ষামূলকভাবে এটি শুরু হলেও ক্রমেই এর ব্যাপ্তি বিশাল হয়ে এখন ২৫ হাজার সাইটের অনন্য এক তথ্য ভান্ডারে পরিণত হয়েছে।

জাতীয় তথ্য বাতায়নের নির্দিষ্ট কোন address/ ঠিকানা আছে কিনা?

হ্যাঁ আছে। শুধু জাতীয় তথ্য বাতায়ন নয় প্রত্যেকটি বাতায়নের জন্য আলাদা আলাদা address/ঠিকানা আছে। তবে একটি মাত্র ঠিকানা মনে রেখেই সকল বাতায়নের সুবিধা পাওয়া সম্ভব। যেমনঃ www.bangladesh.gov.bd এই ঠিকানা থেকেই সকল বাতায়নে surf করার সুবিধা জাতীয় বাতায়নে রাখা হয়েছে।

জাতীয় তথ্য বাতায়ন কেন?

একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্কের আওতায় দেশের সকল সরকারি ওয়েবসাইট নির্মাণ করা হয়েছে। রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিতকরা; কেন্দ্র অর্থাৎ মন্ত্রণালয়/বিভাগ থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত তথ্য প্রবাহ নিশ্চিত করা; জাতীয় তথ্য বাতায়ন সেবামুখী ও ব্যবহারকারী বান্ধব এবং সহজে হালনাগাদযোগ্য করা হয়েছে। তথ্য অধিকার আইন অনুযায়ী অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করা যায়। দেশের ইতিহাস-ঐতিহ্যকে তুলে ধরা এবং জনগণের চাহিদামাফিক সহজে তথ্য প্রাপ্তি নিশ্চিত করার জন্যই জাতীয় তথ্য বাতায়ন তৈরি করা হয়েছে।

জাতীয় তথ্য বাতায়ন ওয়েব পোর্টালের বিশেষ বৈশিষ্ট্য কি?

এই ওয়েব পোর্টালকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কেননা এই পোর্টালের মাধ্যমে দেশের সরকারি সকল অফিসের সঙ্গে সহজে যোগাযোগ করা যায় এবং সেই সকল অফিস হতে প্রদত্ত সেব সম্পর্কে সম্যক ধারণা লাভ করা যায়। সরকারি অফিসের সকল তথ্য এই ওয়েব পোর্টাল থেকে সংগ্রহ করা যায় যা কিনা অন্য ওয়েবসাইট থেকে সংগ্রহ করা কষ্টকর ও সময় সাপেক্ষ।

জাতীয় তথ্য বাতায়ন ওয়েব পোর্টালের উদ্দেশ্য কি?

একটি ওয়ান স্টপ অনলাইন পোর্টাল হিসেবে বাংলাদেশ সরকারের এই ওয়েব পোর্টাল সরকারি সেবাসমূহের সর্বশেষ তথ্য প্রদান করার লক্ষ্য নিয়ে চালু করা হয়েছে। সকল সরকারি ওয়েবসাইট এবং সেগুলোর তথ্যগুলোকে একটিমাত্র ওয়েব পোর্টালে সমন্বিত করার লক্ষ্যে এটি একটি অন্যতম ই-গভর্নেন্স উদ্যোগ। এই ওয়েব পোর্টালের মাধ্যমেই প্রধানমন্ত্রীর কার্যালয় মন্ত্রিপরিষদ বিভাগের সহযোগিতায় বাংলাদেশ সরকারের সেবাসমূহের সব রকম তথ্য সহজে জনগণের কাছে পৌঁছাতে চায়। প্রাথমিকভাবে বিদ্যমান সেবাসমূহকে সেবার ক্রমানুসারে সজ্জিত করা হয়েছে যা সেবাকুঞ্জ নামীয় সেবা বাতায়নে রয়েছে এবং সেবাসমূহ যাতে খুব সহজেই  প্রদান করা যায় সে লক্ষ্যে সার্ভিস প্রসেস ম্যাপ তৈরি করা হয়েছে।

 

***বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়***

 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নির্দিষ্ট কোন website address/ ঠিকানা আছে কিনা?

হ্যাঁ আছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ওয়েবসাইট ঠিকানা: www.most.gov.bd । যেকোন ইন্টারনেট ব্রাউজারের অ্যাড্রেস বারে এই ঠিকানা ব্যবহার করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য বাতায়নের সুবিধা নেয়া যাবে।

ওয়েবসাইট কি কি ধরনের তথ্য প্রদান করবে?

জনপ্রিয় সেবাসমূহের সবরকম তথ্য, সরকারি কাঠামোর মৌলিক তথ্য, সরকারি বিভিন্ন সংস্থার ওয়েবসাইট, ওয়েবে প্রকাশিত গুরুত্বপূর্ণ তথ্য ও লিংক এ ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

মন্ত্রণালয়ের প্রধান কার্যাবলি সম্পর্কে কিভাবে জানবো?

প্রধান কার্যাবলি সম্পর্কে জানতে আপনাকে হোম পেইজের উপরের মেন্যুর 'আমাদের সম্পর্কে’ বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি প্রধান কার্যাবলিসহ ভিশন, মিশন, সিটিজেন্‌স চার্টার এবং সাংগঠনিক কাঠামো সম্পর্কে জানতে পারবেন।

বিভিন্ন বিষয় সংক্রান্ত কমিটি সম্পর্কে কিভাবে জানবো?

কমিটি সম্পর্কে জানতে আপনাকে হোম পেইজের উপরের মেন্যুর 'কমিটি’ বাটনে ক্লিক করতে হবে।

বিভিন্ন উন্নয়ন প্রকল্প সংক্রান্ত তথ্য সম্পর্কে কিভাবে জানবো?

উন্নয়ন প্রকল্প সংক্রান্ত তথ্য সম্পর্কে জানতে আপনাকে হোম পেইজের উপরের মেন্যুর 'উন্নয়ন প্রকল্পসমূহ’ বাটনে ক্লিক করতে হবে।

বিভিন্ন বিষয়ে প্রতিবেদন/প্রকাশনা সম্পর্কে কিভাবে জানবো?

প্রতিবেদন/প্রকাশনা সম্পর্কে জানতে আপনাকে হোম পেইজের উপরের মেন্যুর 'প্রতিবেদন/প্রকাশনা’ বাটনে ক্লিক করতে হবে।

অফিসের কর্মকর্তাদের তথ্য কোথায় পাওয়া যাবে?

অফিসের কর্মকর্তাদের তথ্য পাবার আপনাকে হোম পেইজের ‘তথ্য ও সেবা' সেবা বক্সে যেতে হবে এবং 'কর্মকর্তাগণের তালিকা' বাটনে ক্লিক করতে হবে।

বিভিন্ন বিষয় সংক্রান্ত ফোকাল পয়েন্টগণের সাথে কিভাবে যোগাযোগ করব?

ফোকাল পয়েন্টগণের সাথে যোযোগের জন্য আপনাকে হোম পেইজের ‘তথ্য ও সেবা' সেবা বক্সে যেতে হবে এবং 'ফোকাল পয়েন্ট' বাটনে ক্লিক করতে হবে।

সরকারি আইন বা নীতিমালা সম্পর্কে কিভাবে জানবো?

সরকারি আইন বা নীতিমালা সম্পর্কে জানতে আপনাকে হোম পেইজের ‘আইন/অধ্যাদেশ, বিধিমালা, নীতিমালা ও ম্যানুয়াল’ সেবা বক্সে যেতে হবে।

১০ সরকারি ঘোষণা বা প্রজ্ঞাপন সম্পর্কে কিভাবে জানবো?

সরকারি ঘোষণা বা প্রজ্ঞাপন সম্পর্কে জানতে আপনাকে হোম পেইজের ‘পরিপত্র, আদেশ, প্রজ্ঞাপন ও বিজ্ঞপ্তি’ সেবা বক্সে যেতে হবে।

১১ ফেলোশিপ বা অনুদান সংক্রান্ত তথ্য কিভাবে জানবো?

ফেলোশিপ বা অনুদান সংক্রান্ত তথ্য জানতে আপনাকে হোম পেইজের 'ফেলোশিপ ও অনুদান’ সেবা বক্সে যেতে হবে।

১২ বাজেট সংক্রান্ত তথ্য কিভাবে জানবো?

বাজেট সংক্রান্ত তথ্য জানতে আপনাকে হোম পেইজের 'বাজেট ও ক্রয় পরিকল্পনা’ সেবা বক্সে যেতে হবে।

১৩ পারমাণবিক বিদ্যুৎ সংক্রান্ত তথ্য কিভাবে জানবো?

পারমাণবিক বিদ্যুৎ সংক্রান্ত তথ্য জানতে আপনাকে হোম পেইজের 'পারমাণবিক বিদ্যুৎ’ সেবা বক্সে যেতে হবে।

১৪ তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ি কিভাবে তথ্য পাবো?

তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ি তথ্য পেতে আপনাকে হোম পেইজের 'তথ্য অধিকার' সেবা বক্সে যেতে হবে।তথ্য অবমুক্তকরণ নীতিমালা ২০১৫ অনুযায়ি নির্ধারিত ফরমে তথ্য পেতে পারেন। 'দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা' বাটনে ক্লিক করে তথ্য প্রদানকারি কর্মকর্তাদের তথ্য পাওয়া যাবে। বিস্তারিত জানতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা যেতে পারে।

১৫ ওয়েবসাইট থেকে কি আমি সরকারি ফরমগুলো পাবো?

হ্যাঁ, আপনি সরকারি অনেক ফরমই এ ওয়েবসাইট থেকে পাবেন। এজন্য আপনাকে হোম পেইজের 'ফরম' সেবা বক্সে যেতে হবে।

১৬ সরকারি এ ওয়েবসাইট বা অন্য কোন সেবা সম্পর্কে মতামত বা পরামর্শ থাকলে কি করবো?

যেকোন ধরনের মতামত বা পরামর্শ থাকলে আপনাকে হোম পেইজের উপরের মেন্যুর ডান পাশের 'সেবাগ্রহীতাদের মতামত' বাটনে ক্লিক করতে হবে।এরপর আপনার নাম, ই-মেইল অ্যাড্রেস, মোবাইল নং সহ মতামত টাইপ করে 'submit' বাটনে ক্লিক করুন।