রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন (১ম পর্যায়)
উল্লেখযোগ্য পদক্ষেপসমূহ নিম্নরূপঃ
১। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (RNPP) ডিজাইন কাজে তথ্য এবং উপাত্ত প্রদান করে সহায়তা প্রদান এবং মনুষ্যসৃষ্ট ও বহিস্থ প্রভাবসমূহ মোকাবেলায় করণীয় সম্পর্কে একটি গোল টেবিল আলোচনা গত ১৫-১৬ জুলাই ২০১৪ তারিখে বাপশক এর প্রধান কার্যালয়ের কমিটি রুমে অনুষ্ঠিত হয়। রাশিয়ান ফেডারেশনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন স্টেকহোল্ডারের বিশেষজ্ঞ, কমিশনের এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উক্ত গোল টেবিল আলোচনায় অংশ নেন।
২। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে ১৩ সদস্যের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল গত ২০-২৪ জুলাই রাশিয়া ভ্রমণ করেন। উক্ত ভ্রমণ "General Contract" এর Preliminary discussion এবং "Joint co-ordinating committee meeting" শীর্ষক meeting এ উল্লিখিত প্রতিনিধিদল অংশগ্রহন করেন।
৩। রাশিয়ান ফেডারেশনের Atomstroyexport প্রথম চুক্তির আওতায় Milestone 1 and 2 -এর document packages বাংলাদেশে গত জুলাই ২০১৪ সালে প্রেরণ করে।
৪। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত "IAEA-BAEC Workshop on Management of NPP Project" র্শীষক কর্মশালায় সুপারিশের আলোকে IAEA Safety Guide GS-G 3.1 and GS-G 3.5 অনুসরণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন (১ম পর্যায়) প্রকল্পের জন্য একটি Computer Aided Project Management System চালু করার বিষয়ে গৃহিতব্য পদক্ষেপ, কার্যপস্থা, স্কোপ ইত্যাদি বিষয় অন্তর্ভূক্ত করে সুপারিশমালা প্রণয়নের জন্য একটি কমিটি গঠিত হয়েছে। গত ২৮/০৮/২০১৪ ইং তারিখে কমিটির সভা অনুষ্ঠিত হয় এবং উক্ত কমিটি সংশ্লিষ্ট বিষয়ে কমিশনের নিকট প্রতিবেদন পেশ করেছে।
৫। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন (১ম পর্যায়) প্রকল্পের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের উদ্দেশ্যে "The Rooppur Nuclear Power Plant Act-2014" প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটি কর্তৃক উক্ত আইনের প্রস্তাব কমিশন কর্তৃক Review করে পরবর্তী পদক্ষেপের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।
৬। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ান ফেডারেশনের এটমস্ট্রএক্সপোর্ট-এর মধ্যে স্বাক্ষরিত প্রথম চুক্তির আওতায় Milestone-1Ges Milestone-2 এ উল্লিখিত ডকুমেন্টসমূহ কমিটি কর্তৃক Quality Check এবং Quality Recheck করা হয়েছে। পরবর্তীতে ডকুমেন্টসমূহ Site Engineering Survey & Environmental Studies এবং Environmental Impact Assessment সংক্রান্ত Technical Review Team কর্তৃক মূল্যায়নের কাজ সমাপ্ত হয়েছে। ডকুমেন্টসমূহের Feasibility Evaluation এবং NPP Quality Assurance Program ও Quality Assurance Program for NPP Siting সংক্রান্ত Technical Review Team কর্তৃক মূল্যায়নের কাজ সম্পন্ন হয়েছে।
৭। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন (১ম পর্যায়) র্শীষক প্রকল্পের ৪র্থ পিআইসি সভা গত ১৮/০৮/২০১৪ইং তারিখে কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
৮। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ান ফেডারেশনের এটমস্ট্রএক্সপোর্ট-এর মধ্যে স্বাক্ষরিত প্রথম চুক্তির আওতায় Milestone-1 ও Milestone-2 এ উল্লিখিত ডকুমেন্টসমুহের Feasibility Evaluation এবং NPP Quality Assurance Program ও Quality Assurance Program for NPP Siting সংক্রান্ত Technical Review Team মূল্যায়নের কাজ সমাপ্ত হয়েছে এবং কারিগরি কমিটি কর্তৃক মূল্যায়নকৃত প্রতিবেদন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে প্রেরণ করা হয়েছে।
৯। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের Fast Track ভূক্ত প্রকল্পেসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার বিষয়ে Fast Track Project Monitoring Task Force এর ৩য় সভা গত ১৪/০৯/২০১৪ ইং তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতির চিত্র বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সচিব সভায় সভাপতিত্ব করেন।
১০। গত ৯ সেপ্টেম্বর ২০১৪ তারিখে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে দশম জাতীয় সংসদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত হয়। সভায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালকসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
১১। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে সার্বিক বিষয়াদি Monitoring এর জন্য IGA এর শর্তানুসারে বাংলাদেশ পক্ষের গঠিত Joint Coordinating Committee এর সদস্যদের একটি সভা ৫ সেপ্টেম্বর, ২০১৪ তারিখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উল্লিখিত প্রকল্পের জরুরী কাজসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং প্রকল্পের অধীনে অতিরিক্ত জমি অধিগ্রহন, প্রকল্প এলাকায় নিরাপত্তা জোরদার করণ, সড়ক ও জনপথ অধিদপ্তরের বাংলা কুটির প্রকল্পের পুরোপুরি হস্তান্তর প্রভৃতি বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
১২। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ান ফেডারেশনের এটমস্ট্রয়এক্সপোর্ট এর মধ্যে স্বাক্ষরিত "Development of design documentation, first-priority working documentation and engineering survey for the design stage of Rooppur NPP in the People`s Republic of Bangladesh" শীর্ষক ২য় চুক্তির বিপরীতে গত ১৪/০৮/২০১৪ইং তারিখে মোট চুক্তি মূল্যের ৯০% সমমূল্যের (২৩৮.৫ মিলিয়ন মার্কিন ডলার) ঋণপত্র খোলা হয় এবং পরবর্তীতে এটমস্ট্রএক্সপোর্ট এর সংশোধনী প্রস্তাবের আলোকে গত ৪ সেপ্টেম্বর, ২০১৪ ইং তারিখে ঋণপত্র সংশোধন করে সোনালী ব্যাংক কর্তৃক রাশিয়ার "Vnesheconom bank" - এ প্রেরণ করা হয়েছে।
১৩। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ান ফেডারেশনের এটমস্ট্রয়এক্সপোর্ট এর মধ্যে স্বাক্ষরিত শীর্ষক ৩য় চুক্তির আওতায় চুক্তির শর্তানুসারে মোট চুক্তির মূল্যের ৯০% সমমূল্যের (১৭১.০০ মিলিয়ন মার্কিন ডলার) ঋণপত্র (L/C) সোনালী ব্যাংক এ গত ১৪/১০/২০১৪ এ খোলা হয়েছে।
১৪। গত ১৩ অক্টোবর, ২০১৪ রাশিয়ান ফেডারেশনের এটমস্ট্রয়এক্সপোর্ট এর President এর নেতৃত্বে প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠানের র্শীষ পর্যায়ের কর্মকর্তাদরেক সাথে বাংলাদেশ পক্ষের প্রকল্প বাস্তবায়ন বিষয়ক ব্যবস্থাপনা কমিটির ৬ষ্ঠ সভা প্রকল্প এলাকা ও ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রকল্পের বাস্তবায়ন ও অগ্রগতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। চুক্তি অনুযায়ী সকল কাজ সময়মত সম্পাদন করা হবে মর্মে ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেয়া হয়। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল নির্মাণ কাজ শুরু করার লক্ষ্যে General Contract এবং অর্থায়নের জন্য Inter-Governmental Credit Agreement এর প্রাথমিক খসড়া দলিলাদি রাশিয়ান ফেডারেশন হতে আগামী ডিসেম্বর ২০১৪-এর মধ্যে প্রেরণ করবে মর্মে রাশিয়ান পক্ষ প্রতিশ্রুতি প্রদান করে।
১৫। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ান ফেডারেশনের এটমস্ট্রয়এক্সপোট- এর মধ্যে স্বাক্ষরিত ১য় চুক্তির (Contract No. 77-258/1110500) Milestone- 3 এর আওতায় প্রেরিত ডকুমেন্টসমূহের কারিগরি মূল্যায়ন গত ১০-১৩ নভেম্বর ২০১৪ বাপশক এর বিশেষজ্ঞ কর্তৃক সম্পন্ন হয়েছে।
১৬। গত ২১-২২, নভেম্বর ২০১৪ তারিখে প্রকল্প পরিচালক, মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করেন। উক্ত সফরে রাশিয়ান ফেডারেশন পক্ষের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে প্রকল্প এলাকায় এক সভায় মিলিত হয়। উক্ত সভায় নিম্নলিখিত বিষয়ের উপর আলোচনা হয়।
রাশিয়ান ফেডারেশনের সাথে স্থানীয় প্রশাসনের সহায়তায় Pioneer এবং Survey base নির্মাণ করার সময় ইতোমধ্যে যে পরিমাণ বর্জ্য উৎপাদন হয়েছে সেই সমস্ত বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা করার জন্য একটি স্থান নির্ধারণ করা হয়।
রূপপুর প্রকল্প এলাকার স্থানীয় জনগণের মধ্যে পারমাণবিক বিষয়ে যথাযথ সচেতনতার জন্য রাশিয়ান ফেডারেশনের সহযোগতায় একটি Multi Dimensional Information Center স্থাপনের জন্য স্থান নির্বাচন করা হয়।
Pioneer এবং Survey base নির্মাণের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ সংগ্রহণের জন্য প্রকল্প এলাকায় একটি ২০ মেগাওয়াট স্থাপনের জন্য স্থান নির্বাচন করা হয়।
প্রকল্প এলাকার সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রকল্প সংলগ্ন একটি পুলিশ ফাঁড়ি নির্মাণের জন্য স্থান নির্বাচন করা হয়।
চুক্তি মোতাবেক রাশিয়ান ফেডারেশনের বিশেষজ্ঞগণের বাংলা কুটিরে আবাসন নিশ্চিত করার জন্য বাংলা কুটিরে চলমান সংস্কারের কাজ সরেজমিনে পরির্দশন করা হয়।
১৭। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনা নিয়ে ডকুমেন্টারী ভিডিও ফিল্ম তৈরি সংক্রান্ত পুনঃগঠিত কমিটির ১ম সভা গত ১১ নভেম্বর, ২০১৪ বাপশক এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ভিডিও ফিল্ম তৈরির জন্য প্রাক্কলন ব্যয় এবং ডকুমেন্টারি প্রস্তুত করণের পরবর্তী কার্যাদি নিয়ে বিস্তারিত আলোচানা হয়।
১৮। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে এটমস্ট্রয়এক্সপোর্ট এর সাথে স্বাক্ষরিত ১ম চুক্তির আওতায় মাইলস্টোন ১ এবং ২ এর Engineering Survey এবং EIA -বিষয়ক রিভিউ ডকুমেন্ট সমূহের মতামতের বিষয়ে বাপশক-এর চেয়ারম্যান মহোদয় সার্বিক তত্ত্বাবধানে এবং সদস্য (ভৌত বিজ্ঞান) -এর নেতৃত্বে রূপপুর এনপিপি ভবনের সভা কক্ষে গত ১৭ ডিসেম্বর, ২০১৪ তারিখে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রাশিয়ান পক্ষ থেকে revew- কৃত ডকুমেন্ট সমূহের উপর আলোচনা এবং বাংলাদেশ পক্ষ থেকে Russian -দের মতামতের প্রেক্ষিতে আলোচনা ও মতামত তুলে ধরা হয়।
১৯। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে এটমস্ট্রয়এক্সপোর্ট এর সাথে স্বাক্ষরিত ১ চুক্তির আওতায় মাইলস্টোন ১ এবং ২ এর Feasibility Stardies এবং Quality Management -বিষয়ক রিভিউ ডকুমেন্টস সমূহের মতামতের বিষয়ে চেয়ারম্যান মহোদয়, বাপশক-এর সার্বিক তত্ত্বাবধানে এবং সদস্য (পরিকল্পনা)-এর নেতৃত্বে রূপপুর এনপিপি ভবনের সভা কক্ষে গত ১৮/১২/২০১৪ ও ২১/১২/২০১৪ তারিখে সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রাশিয়ান পক্ষ থেকে রিভিউকৃত ডকুমেন্ট সমূহের উপর আলোচনা এবং বাংলাদেশ পক্ষ থেকে রাশিয়ানদের মতামতের প্রেক্ষিতে আলোচনা ও মতামত তুলে ধরা হয়।
২০। বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি)-এর ৫ম সভা ০৩/১২/২০১৪ তারিখে বাপশক-এর সভা কক্ষে কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্প বাস্তবায়ন বিষয়ে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচানা হয়।
২১। গত ১৮/০১/২০১৫ তারিখ সকাল ১০টায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নিমিত্ত Bangladesh Nuclear Power Company Limited- এর খসড়া Memorandum of Association I Article of Association পরীক্ষা-নিরীক্ষা পূর্বক চূড়ান্ত করণের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের সভা কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়।
২২। গত ০৭/০১/২০১৫ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর সভপতিত্বে Fast Track Project মনিটরিং কমিটির ৩য় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্প নিয়ে আলোচনা করা হয় এবং সভায় প্রকল্পের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়।
২৩। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের লক্ষ্যে NPP Quality Assuramee Program এর ডকুমেন্টসমূহ মূল্যায়নের জন্য গঠিত Technical Review Team এর একটি সভা গত ০৬/০১/২০১৫ হতে ০৭/০১/২০১৫ তারিখ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় দ্বিতীয় চুক্তির ১ম মাইলস্টোনের অধীন Quality Assurance Program for Rooppur NPP Design এর কারিগরি মূল্যায়নের কাজ সম্পন্ন করা হয়।
২৪। গত ১০/০১/২০১৫ তারিখ সকাল ১০ ঘটিকায় রূপপুর এনপিপি ভবনে কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে JSC “Concern Rosenergoatom” এর প্রতিনিধি দলের সফরের ব্যাপারে একটি প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় রাশিয়ান প্রতিনিধিদলের সাথে আলোচনার জন্য তিন (০৩) টি Subgroup গঠন করা হয়।
(1) Technical Sub-working group on “Nuclear Stake-holder Involvement”
(2) Technical Working group on “Nuclear infrastructure”
(3) Joint working group on “Nuclear Education and Personnel Training”
২৫। গত ১২/০১/২০১৫-১৬/০১/২০১৫ খ্রিঃ তারিখে রাশিয়ান ফেডারেশনের সফররত প্রতিনিধিদলের সাথে অনুষ্ঠিত সভায় উভয় পক্ষের সম্মতিতে “Bilateral cooperation of the Russian Federation and Peoples Republic of Bangladesh to Establish and improve the national infrastructure nuclear power program” শীর্ষক Action Plan স্বাক্ষর হয়।
২৬। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পকল্প এলাকায় JSC Atomstroyexport কর্তৃক Pioneer Base এর Land filling কাজ সম্পন্ন হয়েছে।
২৭। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে “General Contract for Rooppur NPP Construction” বিষয়ে আলোচনার জন্য গত ১৫-২৩ মার্চ, ২০১৫ সময়ে রাশিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূত এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাশিয়া সফর করেন। উক্ত সফরে General Contract এর Several Clause এর উপরে Preliminary discussion সম্পন্ন করা হয়।
২৮। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ান ফেডারেশনের Atomstroyexport -এর মধ্যে স্বাক্ষরিত দ্বিতীয় চুক্তির (Contract No- 77-258/130880) Milestone-2 এর আওতায় প্রেরিত ডকুমেন্ট সমূহের কারিগরি মূল্যায়ন কমিশনের বিশেষজ্ঞ কর্তৃক শেষ হয়েছে।
২৯। বাংলাদেশের পারমাণবিক অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে IAEA এর সহযোগীতায় পরিচালিত Integrated Nuclear Infrastructure Review Mission – এর আলোকে গত ১৬-১৯ মার্চ ২০১৫ খ্রিঃ সময়ে IAEA এর ০৩ জন expert বাংলাদেশ সফর করেন এবং ২০১৬-১৯ Cycle এর জন্য Integrated Workplan এর draft প্রস্তুত করেন। IAEA পরে এই draft workplan review করে final করবে।
৩০। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের Physical Protection বিষয়ে Russian Federation এর Atomstroyexport - এর সহযোগীতায় “Basic Approaches to Developing of NPP Physical Protection System”- শীর্ষক একটি সেমিনার গত ২৩-২৫ মার্চ, ২০১৫ খ্রিঃ সময়ে বাপশক এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে বাংলাদেশ পুলিশ, সশস্ত্র বাহিনী বিভাগ, এনএস আই, র্যা ব, বিজিবি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বায়েরা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
৩১। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে General Contract for Rooppur NPP Construction বিষয়ে গত ০৭-১৮ এপ্রিল বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) এর নেতৃত্বে গঠিত কমিটি রাশিয়ান ফেডারেশনের Atomstroyexport-এর সাথে ঢাকায় দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনায় reference Plant টাইপ এবং NPP Design নিয়ে আলোচনা হয়।
৩২। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্প এলাকায় Pioneer base এবং মূল নির্মাণ কাজের জন্য প্রয়োজনীয় electrical Power সংগ্রহের লক্ষ্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিমন এবং JSC Atomstroyexport-এর মধ্যে সম্পাদিত ৩য় চুক্তির অধীন প্রকল্প এলাকায় প্রস্তাবিত Sub-station এর capacity নির্ধারণ এবং তদসংক্রান্ত বিষয়ের উপর আলোচনার উদ্দেশ্যে গত ২২/০৪/২০১৫ তারিখে চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে বাপশক-এর প্রধান কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় PGCB, BPDB এবং কমিশনের বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন।
৩৩। গত ২০/০৪/২০১৫ তারিখে Co-ordination Committee on RNPP Project in Bangladesh-এর একটি সভা ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাংলাদেশ পক্ষে নেতেৃত্বে দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং রাশিয়ান পক্ষের নেতৃত্ব দেন JSC, NIAEP এর President পরে উভয়পক্ষের উপস্থিতিতে একটি স্বাক্ষরিত হয়।
৩৪। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ান ফেডারেশনের Atomstroyexport-এর মধ্যে স্বাক্ষরিত দ্বিতীয় চুক্তির (Contract No- 77-258/1308800) Milestone 2 এর আওতায় প্রাপ্ত Technical Design Document (PSAR, PSA, Radiation Protection and Waste Management) সমূহ পুন:নিরীক্ষণ করার লক্ষ্যে Review কমিটির General Safety সম্পর্কিত সভা গত ০৬-০৭ মে, ২০১৫ Rooppur NPP ভবনে অনুষ্ঠিত হয়।
৩৫। Atomstroyexport-এর সহযোগীতায় গত ১৯-২০ মে, ২০১৫ সময়ে বাপশক এর প্রধান কার্যালয়ে “Rooppur NPP External Commnuication Systems” এর উপর সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিপিডিবি, পিজিসিবিএল, জিএসবি, বায়েরাসহ অন্যান্য প্রতিষ্ঠান থেকে কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
৩৬। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের Site Engineering Survey & Environmental Studies এবং Environmental Impact Assessment সংক্রান্ত Technical Report সমূহের মূল্যায়নের জন্য কমিশন কর্তৃক এতদ্সংক্রান্ত Technical Review Team-এর মূল্যায়ন সভা গত ৬,৭,৯,২০ এবং ২১ মে, ২০১৫ সময়ে কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে ঢাকাস্থ Rooppur NPP ভবন, পরমাণু শক্তি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
৩৭। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের মূল কাজের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন এবং রাশিয়ান ফেডারেশনের এটমস্ট্রয়এক্সপোর্ট এর মধ্যে General Contract নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ পক্ষের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গত ১৮-৩০ মে, ২০১৫ রাশিয়া সফর করেন।
৩৮। রাশিয়ান ফেডারেশন হতে প্রাপ্ত Contract No-1, Milestone-4 & 5 এর Documents সমূহ মূল্যায়নের জন্য Feasibility Evaluation সংক্রান্ত Technical Review এর ৫ম সভা গত ১৬-১৮ জুন, ২০১৫ খ্রিঃ পর্যন্ত সময়ে কমিশনের মাননীয় চেয়ারম্যান এবং উল্লেখিত কমিটির আহ্বায়ক প্রকৌঃ এম আলী জুলকারনাইন-এর সভাপতিত্বে ঢাকাস্থ “রূপপুর এনপিপি ভবন” পরমাণু শক্তি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
৩৯। রাশিয়ান ফেডারেশনের Atomstroyexport (ASE) এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মধ্যে সম্পাদিত চুক্তির অধীনে প্রাপ্ত Contract No-2, Milestone-10 এর (10.2) Technical Design Document (ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অংশ) সমূহ পূনঃনিরীক্ষণ করার লক্ষ্যে গঠিত Review কমিটির সভা গত ১০-১১ জুন, ২০১৫ তারিখে আহ্বায়ক, প্রকৌশলী মোঃ মঞ্জুরুল হক, সদস্য (প্রকৌশল), বাপশক, ঢাকা এর সভাপতিত্বে কমিশনের প্রধান কার্যালয়ের কমিটি কক্ষে (কক্ষ নং-৩০১) অনুষ্ঠিত হয়।
৪০। রাশিয়ান ফেডারেশন-এর Atomstroyexport হতে প্রাপ্ত ১ম চুক্তির অধীনে মাইলস্টেন ৪ এবং ৫ এর ডকুমেন্ট সমূহের Feasibility Evaluation এর আর্থিক বিষয়াদি সম্পর্কিত ডকুমেন্ট সমূহ মুল্যায়নের জন্য কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে গত ০৩/০৬/২০১৫ খ্রিঃ তারিখ বিকাল ৩:০০ ঘটিকায় রূপপুর ভবনের কমিটি কক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে।
৪১। গত ১৩-২৫ জুন ২০১৫ সময়কালে General Contract for Rooppur NPP Construction-এর খসড়া প্রনয়নের লক্ষ্যে উভয় পক্ষের ৬ষ্ঠ দফা আলোচনা বাপশক-এর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
৪২। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর মূল নির্মান কাজের State Export Credit-বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ পক্ষের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গত ১৩-১৮ জুন, ২০১৫ রাশিয়া সফর করেন।